ফের নবান্ন অভিযানের ডাক পার্শ্বশিক্ষকদের

প্রতিশ্রুতি সার। দিনের পর দিন বঞ্চনার শিকার হয়েছেন পার্শ্বশিক্ষকরা। বেতন পরিকাঠামো বদল, পূর্ণ শিক্ষকের মর্যাদা ও চাকরির স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নেমেছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। মঙ্গলবার ৪৭ দিনে পড়ল তাঁদের অবস্থান বিক্ষোভ। তা সত্ত্বেও টনক নড়েনি রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেও মেলেনি কোনও সদুত্তর। তাঁর কথায় সন্তুষ্ট হননি বিক্ষোভকারীরা। এবার নিজেদের দাবি পূরণের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা। আগামী ৫ তারিখ নবান্ন অভিযানের ডাক দিলেন আন্দোলনরত শিক্ষকরা। 

আন্দোনলকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও সমস্যা যে কে সেই। ধাপে ধাপে কাজ হচ্ছে বলে তাঁদের যেভাবে বোকা বানানো হচ্ছে তা তাঁরা মেনে নেবেন না। বারবার মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে। সেখানে একাধিকবার  প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকার তা পূরণ করেননি বলেই দাবি পার্শ্বশিক্ষকদের। তাঁদের হুঁশিয়ারি, বেতন কাঠামো পরিকাঠামো পরিবর্তনের দাবি না মানা পর্যন্ত তাঁরা হাল ছাড়বেন না। দরকার হলে আমরণ লড়াই চালাবেন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.