বাজেটে নজরে গাড়ি ব্যবসা

এবারের বাজেটে নির্মলা সীতারামন যে কটি শিল্পের বৃদ্ধির দিকে জোর দিয়েছেন তাঁর অন্যতম গাড়ি ব্যবসা। করোনা আবহে যখন সমস্ত ব্যবসার হাল হাকিকত খারাপ তখন গাড়ি বিক্রি হয়েছে অনেক, যা অনেক ক্ষেত্রে বিগত বছরগুলিকে পিছনে ফেলে দিয়েছে। দেশি  এবং বিদেশি গাড়ি ক্রেতার ক্ষেত্রে দেখা গিয়েছে মধ্যবিত্তরা অনেকটাই এগিয়ে। আমাদের দেশে বহু বিদেশি গাড়ি সংস্থা দেশি সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করে, তাঁদের বিক্রি বেশি। এছাড়াও টাটা সংস্থার অন্যতম শিল্প গাড়ি ব্যবসা, তারাও যে যথেষ্ট সুবিধা পাবে বলাই বাহুল্য।

বাজেটে লোহা বা লোহাজাত দ্রব্যের মূল্য কমানো হয়েছে। গাড়ি শিল্পে লোহা অন্যতম সামগ্রী। পাশাপাশি ২০ বছরের পুরোনো গাড়ি ব্যবহার করা যাবে না এবং এটি আইন সম্মত করা হচ্ছে, এর সুফল গাড়ি সংস্থাগুলি পেতে বাধ্য কারণ তারা পুরোনো গাড়ি ছেড়ে নতুন গাড়ি কিনবেই। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post