ভোটের আগেই কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তিন শীর্ষ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের ডেপুটি সিইও শৈবাল বর্মণ, অনামিকা মজুমদার এবং অমিতজ্যোতি ভট্টাচার্যকে বদলির সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। যদিও এখনও কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানানো হচ্ছে, এটা রুটিন বদলি। তবে রাজনৈতিক মহলের অভিমত, ভোটের আগে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কর্মী-আধিকারিকদের কড়া বার্তা দিতে চাইল নির্বাচন কমিশন। সম্প্রতি রাজ্য সফর করে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তখনই এই তিন আধিকারিকদের নিয়ে কমিশনের কাছে নালিশ করেছিল বঙ্গ বিজেপি। কারণ এই তিনজনই তিনবছরের বেশি সময় রাজ্য নির্বাচন কমিশনে কর্মরত রয়েছেন বলেই দাবি করে বিজেপি। এরপরই জাতীয় নির্বাচন কমিশনের এই বদলির সিদ্ধান্ত।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের অধীনে জয়েন্ট সিইও শৈবাল বর্মন, অ্যাডিশনাল সিইও অনামিকা মজুমদার ও ডেপুটি সিইও অমিজ্যোতি ভট্টাচার্যকে সরানো হচ্ছে। তবে কী কারণে তাঁদের বদলি করা হচ্ছে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই তিন দুঁদে আধিকারিকের বদলির ঘটনায় অনেকেই হতবাক। যদিও কমিশন এই ব্যাপারে কোনও মন্তব্য করেনি। অপরদিকে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই ৯ জন আধিকারিকের নাম দিল্লিতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে থেকে তিনজনকে বেছে নেবে জাতীয় নির্বাচন কমিশন।
Thank You for your important feedback