মার্চে ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা

আগামী মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় নীতি এবং ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই ১৫ এবং ১৬ মার্চ সারা দেশে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট জেকেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস।  মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ১৩ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকব। পরের দিন, রবিবার ১৪ মার্চ ব্যাঙ্ক বন্ধ। এ পর ১৫ মার্চ সোমবার এবং ১৬ মার্চ মঙ্গলবার ধর্মঘট হওয়ার কথা। ফলে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় গ্রাহকরা চূড়ান্ত সমস্যায় পড়তে পারেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, যেভাবে ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের চেষ্টা হচ্ছে, তাতে বিপন্ন হবেন গ্রাহকরাও। তারই প্রতিবাদে এই ধর্মঘট। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.