অবৈধ মদ কারখানায় তল্লাশি, দুষ্কৃতীদের হাতে নিহত ১ পুলিশকর্মী

উত্তরপ্রদেশে অবৈধ মদ তৈরির কারখানায় তল্লাশি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মারা গেলেন এক পুলিশ কনস্টেবলের। মারাত্মক আহত এক সাব ইনস্পেক্টর। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় পুলিশের উপর লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। অন্যরা পালাতে পারলেও দেবেন্দ্র এবং অশোক কুমারকে আটকে রেখে মারধর করে অভিযুক্তরা। পুলিশের বিশাল বাহিনী পাশেই সিধপুরা থানার নাগলা ধিমার গ্রামের কাছে একটি মাঠে ওই দুই আহত সহকর্মীকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কনস্টেবল দেবেন্দ্রর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন অশোক কুমার। আহত সাব ইনস্পেক্টর অশোকের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি মৃত কনস্টেবলের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাঁর পরিবারের এক জনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.