বাম কংগ্রেসের ভোটের ইস্যু কর্মহীনতা, অনুন্নয়ন

ভোটের ৫ মাস আগে থেকেই বাংলায় ২০২১ এর নির্বাচনী সভা শুরু করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি। মূল লড়াই এবার এই দুই দলের মধ্যে। কিন্তু এখনও কোনও দলই অর্থনীতি বা কর্মহীনতা, বেকারত্ব নিয়ে খুব একটা মুখ খুলছেন না। ৫ বছরের মার্কশিটও বিশেষভাবে কেউই তুলে ধরছেন না যদিও এখনও প্রধানমন্ত্রী ময়দানে নামেননি পাশাপাশি মুখ্যমন্ত্রী অবশ্য তাঁর ১০ বছরের কাজের কথা বলছেন কিন্তু বাকি সবাই ব্যস্ত ব্যক্তিগত আক্রমণে। 

কিন্তু বাম-কংগ্রেসের অন্দরমহলের কথায় জানা যাচ্ছে, তারা অর্থনীতি, বেকারত্ব, কর্মহীনতা ইত্যাদি ইস্যুতে বাজার গরম করতে নামছে। তাদের সুবিধা কেন্দ্র কিংবা রাজ্য কোথাও ক্ষমতায় নেই তাদের দল। এর সাথে কৃষি আন্দোলনকে তুলে ধরবে তারা। ইতিমধ্যেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কলকাতা ঘুরে গেলেন আবার আসবেন ভোট প্রচারে। আসবেন সিপিএমের কেন্দ্রীয় নেতারাও। পাশাপাশি কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা মাঠে নামছেন। রাজ বব্বর  থেকে আজহারউদ্দিনের মতো তারকা নেতারাও।   


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.