চৈতন্যের ভিটেয় পুজো দিয়ে রথযাত্রার সূচনা করবেন নাড্ডা

চৈতন্যের জন্মভিটেয় পুজো দিয়ে শুরু হবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পরিবর্তন যাত্রা। শনিবার নবদ্বীপে জেপি নাড্ডার জনসভা ও রথযাত্রা কর্মসূচিকে ঘিরে সরগরম শহর। পাকা নিরাপত্তার ব্যবস্থা হয়েছে হেলিপ্যাডেও। চটির মাঠে তৈরি হয়েছে মঞ্চ। সেখানে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন যাত্রার সূচনা হবে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। বিকেল দুপুর সাড়ে তিনটেয় সেখান থেকেই পরিবর্তন যাত্রা সূচনা করবেন নাড্ড। এখনও রথযাত্রায় অনুমতি না পেলেও গেরুয়া শিবিরের তরফে তার যাত্রাপথ ঠিক করা হয়েছে। নবদ্বীপের চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে কৃষ্ণনগর, সেখান থেকে ধুবুলিয়া হয়ে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে শনিবার রাত্রিবাস নাড্ডার। রবিবার বেথুয়াডহরি থেকে বেরিয়ে প্রথমে বারনিয়া, পলাশীপাড়া হয়ে তেহট্টে রথ পৌঁছবে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.