শ্রীলংকায় জয়ের পর ভারতে পৌঁছেই ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছিলেন যে তাঁরা ভারতীয় দলকে মোকাবিলায় প্রস্তুত। সেটা যে শুধু কথার কথা ছিল না সেটাই প্রথম টেস্টে প্রমান দিচ্ছে ইংরেজ ক্রিকেটাররা। ইংল্যান্ড অধিনায়ক নিজেও কম যান না সেটা বুঝিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই দ্বিশতরান করে। এটিই ছিল জো রুটের একশোতম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচে ডবল সেঞ্চুরী করে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে নজির গড়লেন ইংল্যান্ড অধিনায়ক। আর চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তাঁদের স্কোর ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান। তবে এখনও ইনিংস ডিক্লেয়ার করেনি ইংল্যান্ড।
চেন্নাইয়ে টস জিতে ব্যাট নেয় ইংল্যান্ড। শনিবার প্রথম দিনের ৩ উইকেটে ২৬৩ রানের পর থেকে খেলা শুরু করে ইংল্যান্ড। আর দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে চেপে বসেছে ইংল্যান্ড। ইতিমধ্যেই নিজের ডবল সেঞ্চুরি করে ফেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অবশেষে ২টি ছয় এবং ১৯টি চারের সাহায্যে ২১৮ রানে নাদিমের বলে আউট হন তিনি। ইংল্যান্ডের হয়ে ভালো রান করেছেন ডোম সিবলি (৮৭) এবং বেন স্টোকস (৮২)। পরের দিকে ইংল্যান্ডের স্কোরবোর্ডে রান যোগ করেন ওলে পোপ (৩৪), জস বাটলার (৩০) এবং ডোম বেস (২৮)। ভারতের তিন স্পিনারের মধ্যে অশ্বিন কিছুটা দাগ কাটলেও বাকিদের সাধারণ মানে নামিয়ে এনেছে ইংলিশ ব্যাটসম্যানরা। যেভাবে তাঁরা ব্যাট করছে তাতে নির্দ্বিধায় বলা যায় ইংল্যান্ড এখন চালকের আসনে। সুতরাং প্রথম ইনিংস বড় রানের চ্যালেঞ্জের মুখে ফেলবে ভারতকে। ভারতের হয়ে অশ্বিন, বুমরা, ইশান্ত শর্মা এবং সাহবাজ নাদিম দুটি করে উইকেট নিয়েছেন।
Thank You for your important feedback