পোস্টার, হোর্ডিং সরানো নিয়ে নাড্ডার সফরে আগেই উত্তেজনা মালদায়

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হল বিজেপির কাট আউট, ফ্লেক্স। সেই জায়গায় লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় দুই নাবালককে আটক করেছে পুলিশ। শনিবার মালদার ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভেনিউ পর্যন্ত রোড শো করবেন নাড্ডা। সেই উপলক্ষে নাড্ডার কাট আউট লাগানো হয় সেই এলাকায়। শুক্রবার রাতে সেই কাট আউট, পোস্টার খুলে ফেলে তৃণমূলের হোর্ডিং, পোস্টার লাগানো হয়। নাড্ডার ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে। 

অন্যদিকে, এদিনই নাড্ডার রোড শো-র পাশাপাশি মালদায় গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের। নেতৃত্বে থাকবেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর, জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এদিন সকালে মালদায় পৌঁছে নাড্ডা ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে যাবেন। সেখান থেকে পুরাতন মালদার সাহাপুরে কৃষকদের অনুষ্ঠানে যাবেন তিনি। সেখানেই কৃষকদের সঙ্গে ভোজন করবেন নাড্ডা। তারপরই মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হবে তাঁর রোড শো। সেখান থেকে নাড্ডা যাবেন নদিয়ায়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.