প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার সমর্থনে লাগানো ফ্লেক্স, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার হাইরোডের একাধিক জায়গায় ফ্লেক্স ছেঁড়া হয়েছে। এনিয়ে চরম চাঞ্চল্য এলাকায়। পাশাপাশি প্রধানমন্ত্রীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরে বিজেপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আহত ৫ জন বিজেপি কর্মী। ২ জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের প্রস্তুতি বৈঠক চলাকালীন রড-বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ করেছে বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীরা এই ঘটনার পিছনে। পাল্টা তৃণমূল জানিয়েছে, বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে।
Thank You for your important feedback