আজ হলদিয়ায় মোদির মঞ্চে থাকছেন না মমতা

হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে দেখা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার ওই অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না বলেই নবান্নসূত্রে খবর। হলদিয়ায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের একটি প্রকল্প উদ্বোধন করতে আসছেন মোদি। শনিবার সন্ধেয় তিনি তা নিয়ে বাংলায় টুইট করেছেন তিনি। তিনি জানান,  হলদিয়া শোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াক্সিং ইউনিটের শিলান্যাস করা হবে। একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানিচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন হবে।[
এদিনের অনুষ্ঠানে মমতার সঙ্গে আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকড়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ সাংসদও। তাঁদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, কাঁথির শিশির অধিকারী, তমলুকের দিব্যেন্দু অধিকারী এবং ঘাটালের দীপক অধিকারী। স্থানীয় বিধায়ক সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপসী মণ্ডল। ঘাটালের সাংসদ দেবকেও আমন্ত্রণ জানানো হলেও তিনি যাচ্ছেন না। কিন্তু কেন মুখ্যমন্ত্রী হলদিয়ার অনুষ্ঠানে যাচ্ছেন না তার সরকারি ব্যাখ্যা মেলেনি। অনেকের ধারণা, মোদির আগের সফরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অপ্রীতিকর পরিস্থিতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সরকারি অনুষ্ঠানের পাশাপাশি হেলিপ্যাড ময়দানে একটি রাজনৈতিক সভাও হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.