বিজেপির প্রথম রথযাত্রায় সভার অনুমতি দিল জেলা প্রশাসন

বিজেপির প্রথম দফার রথযাত্রার অনুমতি দিল প্রশাসন। তবে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ৬ তারিখ এই রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। চলবে ১৮ দিন।  নদিয়া, মুশিদাবাদ, উত্তর ২৪ পরগনার মধ্য দিয়ে এই রথযাত্রা শেষ হবে ব্যারাকপুরে। বাকি চারদফার অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছেন বিজেপি নেতৃত্ব। এই রথযাত্রা বন্ধ করার একটি আবেদন নিয়ে শুক্রবারই শুনানি হবে হাইকোর্টে।

নদিয়া জেলা প্রশাসনের অনুমতিপত্রে বলা হয়েছে, নাড্ডা জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ভিআইপি। তিনি শনিবার হেলিকপ্টারে বেলা আড়াইটের সময় নবদ্বীপের চটির মাঠে নামবেন। সেখানে সভা হবে। সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হবে। হেলিপ্যাডের চারধারে দুটি করে শক্ত বেড়া দিতে হবে। লাগাতে হবে সিসিটিভি. গোটা মঞ্চ স্যানিটাইজ করতে হবে। মঞ্চ বানাতে হবে উঁচু করে। পার্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। মঞ্চে নামা ওঠার জায়গায় শক্ত সিঁড়ি লাগাতে হবে। তাদের করোনা বিধি মেনে চলতে হবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.