খাগড়াগড় বিস্ফোরণের মূল পাণ্ডা কওসরের ২৯ বছরের জেল

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে প্রধান অভিযুক্ত শেখ কওসরের ২৯ বছরের জেলের সাজা ঘোষণা করল এনআইএ-র বিশেষ আদালত। বুধবার পাঁচটি আলাদা ধরনের মামলার জন্য আলাদা করে মোট ২৯ বছরের সাজা হল কওসরের। ২০১৪ সালের অক্টোবরে পশ্চিম বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা সহ একাধিক মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। একসঙ্গে ঘটনায় যুক্ত বাকি অভিযুক্তদেরও মামলার ধারা অনুযায়ী সাজা ঘোষণা করেছে এনআইএ আদলত। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছিল বলে জানা গিয়েছে। 

খাগড়াগড়ের ঘটনার পর তোলপাড় হয়েছিল বাংলার রাজনৈতিক মহল। সেই বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছিল। বর্ধমান জেলা পুলিশ ঘটনার তদন্তে নামলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর ঘটনাটি আরও খতিয়ে দেখতে  নিজের হাতে তুলে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২০ সালে ঘটেছিল নৈহাটি বিস্ফোরন। এই দিন বিশেষ আদালতে সেই বিস্ফোরণ মামলায় চার্জশিট পেশ করেছে এনআইএ। বাজি কারখানার মালিক সহ ২ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post