ফের বিপাকে বলিউড অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone)। সূত্রের খবর, কেরলের কোচিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই তাঁকে পুলিশের জেরার মুখোমুখি হতে হল। কেন? জানা যাচ্ছে, দুটি অনুষ্ঠানে টাকা নিয়েও অংশ গ্রহন করেননি সানি লিওনি। এই কারণেই কেরল পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের গোয়েন্দারা সানি লিওনিকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা যাচ্ছে, বেশ কয়েকদিন আগে কোচিতেই দুটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ২৯ লাখ টাকা নিয়েছিলেন সানি। কিন্তু অভিযোগ, তিনি ওই দুটি অনুষ্ঠানেই যোগ দেননি। এরপরই আয়োজকরা কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত চলছিল। এরমধ্যেই সানি লিওনি কোচিতে যান ছুটি কাটাতে। তখনই কেরল পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ তাঁকে জিজ্ঞাসাবাদ করলো। কিন্তু সানির অফিসের তরফে জানানো হচ্ছে, করোনার জেরেই ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সানি। তাঁর আরও দাবি, এর আগে পাঁচবার ওই দুটি অনুষ্ঠান স্থগিত করেছিল উদ্যোক্তারা। আর ২৯ নয়, ১২ লাখ টাকা দিয়েছিলেন উদ্যোক্তারা বলেও দাবি করেন সানি লিওনির অফিসের এক আধিকারিক। তবে সানির তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি। উল্লেখ্য, কয়েকদিনের মধ্যেই সানি লিওনিকে বিক্রম ভাট পরিচালিত ‘অনামিকা’ ওয়েব সিরিজে দেখা যাবে।
Thank You for your important feedback