২৯ জানুয়ারী রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে দেশের বিরোধী দলের সাংসদরা। তবে বাজেট ভাষণে উপস্থিত থাকলেও ২ ফেব্রুয়ারী থেকে অচল হয়ে রয়েছে পার্লামেন্টের উভয় কক্ষ। এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার ওম বিড়লা। তিনি মনে করেন বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা বা বিতর্ক না হলে আইনসভার ক্ষেত্রে অসম্মানের বিষয়ে হয়ে দাঁড়াবে। এখনও রাষ্ট্রপতির ভাষণ নিয়েই আলোচনা হলনা তারপর বাজেট বিতর্ক কবে হবে ? শনিবার লোকসভা অচল হওয়া নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনা করেছেন স্পিকার। সোমবার সম্ভবত লোকসভা খুললে ওম বিড়লা সব দলের সঙ্গেও আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে।
বিরোধিদের ভাবনা বাজেট নিয়ে যতটা তার থেকে ঢের বেশি দিল্লির প্রান্তরে কৃষক আন্দোলন নিয়ে। কৃষি বিল ও আন্দোলনকারী কৃষকদের নিয়ে লোকসভায় আলোচনা না হলে বিরোধীরা উভয়ে কক্ষ অচলই রাখবে বলে জানা গিয়েছে। সেই অচল অবস্থাকে আলোচনার মাধ্যমে কি ভাবে সচল করা যায় তাই নিয়ে পরিকল্পনা করছে মোদি সরকার।
Thank You for your important feedback