বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না রাজ্যঃ কেন্দ্র

পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবাস্থা নেয়নি। বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তৃণমূল সাংসদ মানস ভুইয়ার প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এই অভিযোগ করে বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চারবছরে প্রায় সাড়ে চারহাজার অনুপ্রবেশকারীকে ধরেছে। তাদের তুলে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের হাতে। কিন্তু তারা তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি।
তিনি জানান, গত ৪ বছরে বিএসএফ নির্দিষ্টভাবে অনুপ্রবেশে জড়িত ৪,১৮৯ জনের নাম রাজ্যকে দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে মাত্র ৪,০৭২ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। মাত্র ১,১৩৪ জনকে চার্জশিট দেওয়া হয়েছে। অভিযু্ক্ত প্রমাণিত হয়েছে ২১২ জনের বিরুদ্ধে। সেইসঙ্গে অবশ্য তাঁর দাবি, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ কমে গিয়েছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post