একেবারে মানুষের মাঝেই চলে এসেছিল বাঘটি। ঘটনাটি বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের ৪ নম্বর শামসেরনগরের। বুধবার একটি রয়্যাল বেঙ্গল টাইগার এসে হাজির হয় শামসেরনগরের কুঁকড়েখালি নদীর পারে। সেখানে পর্যটকদের থাকার জন্য যে বনবিবি গেস্টহাউস রয়েছে ঠিক তার পিছনে বিস্তীর্ণ জঙ্গল। পাশে কুঁকড়েখালি নদী, ঝিঙ্গাখালি ফরেস্ট। বুধবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ জঙ্গল থেকে কুঁকড়েখালি নদীর পাড়ে রয়েল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে দাঁড়িয়ে ছিল। সেই সময় একদিকে স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে গেস্ট হাউসের পর্যটকরা যে যার মোবাইল ক্যামেরাবন্দি করেন দক্ষিণ রায়কে। এরপর স্থানীয় বাসিন্দারা বাঁশ, লাঠি নিয়ে তাকে তাড়া করে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠিয়ে দেন। বনবিভাগের কর্মীরা এসে উপস্থিত হন গ্রামে। তাঁরা জানান, জঙ্গলে বাফার জোনের ফেন্সিং কেটে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারটি।
Thank You for your important feedback