কয়লাপাচার কাণ্ডঃ লালার আবেদন খারিজ করল হাইকোর্ট

কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। তিনি কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছিলেন। তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর ও তদন্তের এক্তিয়ার সিবিআইয়ের নেই বলেই মামলা করে লালার আইনজীবী ফারুক রাজ্জাক। বুধবার হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি ছিল। সওয়ালে লালার আইনজীবী দাবি করেন, নিছক অপরাধমূলক কাজকর্মে যুক্ত বলে মনে করলেই, কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা যায় না। এক্ষেত্রে তদন্ত চালিয়ে যেতে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সম্মতি প্রয়োজন। সিবিআইয়ের আইনজীবী পাল্টা বলেন, কেন্দ্রীয় আইন অনুযায়ী রেলের এলাকায় যদি কোনও অপরাধমূলক কাজকর্ম সংগঠিত হয়, সেক্ষেত্রে সিবিআই তদন্ত করতে পারে। ইসিএলের এলাকা থেকে বেআইনি কয়লা উত্তোলন এবং কয়লা পাচারের অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। 

বুধবার মামলার রায় ঘোষণার সময় বিচারপতি লালার আবেদন খারিজ করে দিয়েছেন। তবে তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন, রেলের এলাকার বাইরে গিয়ে তল্লাশি করতে হলে রাজ্য সরকারের অনুমতি দরকার। রাজ্যের সঙ্গে কথা বলেই সিবিআইকে তল্লাশি চালাতে হবে। রাজ্য পুলিসের সঙ্গে যৌথভাবে সেই তল্লাশি করতে হবে। ফলে কয়লা পাচার কাণ্ডে লালার বিরুদ্ধে তদন্ত করতে আর বাধা থাকল না সিবিআইয়ের। যদিও সিবিআইয়ের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, হাইকোর্টের রায় হাতে পাওয়ার পর সিবিআই লিগাল সেলের সঙ্গে আলোচনা হবে। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করা যায় কিনা সেটা নিয়ে শীর্ষস্তরে আলোচনা করতে পারে সিবিআই। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.