৩০ বছরের বেশি গান্ধি পরিবারের কেউ প্রধানমন্ত্রী হননিঃ রাহুল

পারিবারিক শাসন নিয়ে বিজেপির লাগাতার আক্রমণের জবাব দিলেন রাহুল গান্ধি। তাঁর কথায়, তিরিশ বছরেরও বেশি সময় আগে তাঁর পরিবারের কেউ প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধি, বাবা রাজীব গান্ধি দেশের জন্য শহিদ হয়েছিলেন। এটা তাঁর গর্ব। তাঁরা আদর্শকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন। কেবলমাত্র একজন প্রধানমন্ত্রী ছেলে বলে তিনি কোনও অবস্থাতেই আদর্শের লড়াই থামাবেন না। তাঁর বিরুদ্ধে সংঘ পরিবারের ক্রমাগত আক্রমণের বিষয়ে রাহুলের বক্তব্য, ওই ট্রোলগুলো তাঁকে ঠিক জায়গায় থাকতে ও আক্রমণকারীদের মতলব বুঝতে সাহায্য করে। 

শুক্রবার শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপেশ চক্রবর্তীর সঙ্গে খোলামেলা কথাবার্তায় রাহুল বলেন, ট্রোলগুলি তাঁর গাইডের মতো। তারাই বলে দেয়, কোনসময় কোনদিকে থাকতে হবে। যখনই কংগ্রেসের অবনতি নিয়ে কথা হয়, তখনই ঘুরেফিরে সেই গান্ধি পরিবারের বংশানুক্রমিক শাসনের কথা ওঠে। এর সঙ্গে তাঁর সম্পর্ক কী। ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন রাজীব। তারপর ওই পরিবারের আর কেউই প্রধানমন্ত্রী হননি। রাহুল বলেন, তাঁর পরিবারের কেউ ইউপিএ সরকারে ছিলেন না। তাঁর আদর্শগত কিছু মতামত আছে। শুধুমাত্র তাঁর বাবা রাজীব গান্ধি বলে তাঁকে লড়াই করতে দেবে না, এটা হবে না। এই লড়াই তাঁর ঠাকুর্দা, ঠাকুর্দার বাবা কে তাতে কিছু যায় আসে না। মোদি স্বপ্ন দেখিয়ে এসেছিলেন। এখন দেশের স্বপ্নভঙ্গ হচ্ছে। সেই স্বপ্নকেই ফিরিয়ে আনতে হবে। কৃষি সংস্কার জরুরি, তবে তা কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে নয়। কৃষি আইন প্রত্যাহার করতে হবে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.