তামিলনাড়ুর অধিবাসী নাম প্রভুকরণ মাধু। এমএসসি পাস। রাতারাতি বড়লোক হওয়ার লোভে এই রাজ্যে এসে দুই সাকরেদকে নিয়ে প্রতারণার কারবার শুরু করেছিল। চাকরিও যেখানে সেখানে নয় একদম রেলে। প্রতারণার ফাঁদে পড়ে এই করোনা আবহে অনেকেই যোগাযোগ করেছিল তাদের সঙ্গে। তারপর ইন্টারভিউ এবং পাকা ব্যবস্থা, রেলের শিলমোহর দেওয়া চাকরি এবং কর্মস্থলও তারা ঠিক করে দিয়েছিল হুগলির রিষড়া স্টেশন। চাকরিপ্রাপ্তদের সন্দেহ হওয়াতে তারা পুলিশকে জানায়। রেল পুলিশের জালে ধরা পরে নিউটাউনের অনিলকুমার এবং রিষড়ার জিতেন চৌধুরী।
হাওড়া রেলপুলিশ সুপার পঙ্কজ দ্বিবেদী জানান, প্রভুকরণ মাধু এবং বাকিরা প্রায় ৩৬ লক্ষ টাকা প্রতারণা করে তুলেছিল। এরা রেলের নানা পেপার এবং শিলমোহর জাল করেছিল। ধরা পড়ার পরে ফিঙ্গার প্রিন্ট, শিলমোহরের হদিশ পাওয়া যায়। প্রভুকরণকে তামিলনাড়ুর সালেম থেকে ট্রানজিট রিমান্ডে গ্রেফতার করে আদালতে তোলা হলে তাকে রেলপুলিশের হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়।
Thank You for your important feedback