চলন্ত ট্যাক্সিতে মাথায় বন্দুক ঠেকিয়ে লুট, চাঞ্চল্য তিলজলায়

ভোরের কলকাতায় আতঙ্ক, চলন্ত ট্যাক্সিতে মাথায় বন্দুক ঠেকিয়ে লুট করা হল টাকা। এরপর ওই ব্যক্তিকে চলন্ত ট্যাক্সি থেকে ধাক্কা মেরে ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা। যদিও কয়েকঘন্টার মধ্যে ২ জনকে আটক করেছে পুলিশ। তবুও গোটা ঘটনায় আতঙ্কার পরিবেশ তৈরি হয়েছে তিলজলা এলাকায়। শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘটে ঘটনা, তিলজলার বাসিন্দা মহম্মদ নাদিম বাইক চালিয়ে যাচ্ছিলেন, সেই সময় একটি ট্যাক্সি তাঁর সামনে আচমকা দাঁড়ায়। ট্যাক্সি থেকে তিনজন নেমে নাদিমকে জোর করে ট্যাক্সিতেই তুলে নেয়।

এরপর নাদিমের দাবি, তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে ২১ হাজার টাকা লুট করে কসবার কাছে তাঁকে চলন্ত ট্যাক্সি থেকে ঠেলে ফেলে দিয়ে পালায় দুস্কৃতীরা। এরপরই আহত নাদিমকে উদ্ধার করে পথচারীরা। প্রগতি ময়দান থানায় রাতেই অভিযোগ দায়ের করেন মহম্মদ নাদিম। দ্রুত ঘটনার তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। ওই ট্যাক্সির নম্বর ধরে তদন্ত শুরু হয়। গভীর রাতেই ওই ট্যাক্সির চালক এবং মূল অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.