শুভেন্দুর পথেই আটটি প্রশাসনিক পদ ছাড়লেন ভাই দিব্যেন্দু

দাদা শুভেন্দু অধিকারীর পথেই কী হাঁটছেন তাঁর সাংসদ ভাই ? মঙ্গলবার রাতেই একসঙ্গে আটটি প্রশাসনিক পদে ইস্তফা দিলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু। সেইসঙ্গে ছাড়লেন স্বাস্থ্য দফতরের মনোনীত একটি সরকারি পদও। ফলে তাঁর দলবদলের জল্পনা আরও বাড়ছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি লিখে আটটি প্রশাসনিক পদে ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। এই তালিকায় রয়েছে হলদিয়া ও কাঁথি মহকুমা হাসপাতাল, তমলুক, কোলাঘাটের এবং শহিদ মাতঙ্গিনী ব্লকের দুটি করে জনস্বাস্থ্য কেন্দ্র। বিভিন্ন হাসপাতালে সরকার মনোনীত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ। 

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে আমন্ত্রিত দিব্যেন্দু। সাংসদ হিসেবেই আমন্ত্রিত তিনি। তবে তিনি যে ওই অনুষ্ঠানে যেতে মুখিয়ে রয়েছেন সেটাও অকপটে জানিয়ে দিয়েছেন। এরপরই তাঁকে কয়েকটি কলেজের পরিচালন কমিটি থেকে সরিয়ে দেয় জেলা প্রশাসন। যা নিয়ে সংঘাতের আবহ আরও প্রকট হয়েছিল। এবার তিনি নিজেই কয়েকটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে সংঘাত আরও বাড়ালেন। আরও জানা যাচ্ছে, সম্প্রতি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। ফলে জল্পনা আরও তুঙ্গে, তবে কি তিনি সাংসদ পদেও ইস্তফা দেবেন? এখন দেখার, কাঁথির বিখ্যাত অধিকারী পরিবারে আরও একটি পদ্ম ফোটে কিনা। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.