আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার অবস্থা বুঝতে কাউন্সিলদের সাথে বৈঠকে বসছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। ১৪৪ আসন বিশিষ্ট কলকাতা পুরসভাতে তৃণমূলের ১২৫টি আসন ছিল। এই ১২৫ আসনের মধ্যে ১ জন যোগ দিয়েছেন বিজেপিতে এবং ২ পুরপ্রতিনিধির মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে ববি দেখে নিতে চাইছেন এঁদের মানসিকতা। এই ১৪৪ আসনে ১ টি বিধানসভা আসন রয়েছে যার সবই প্রায় তৃণমূলের দখলে। একই সাথে কলকাতা জেলা চিরকালই কংগ্রেস পরে তৃণমূলের শক্তিশালী স্থান। গত লোকসভাতেও তৃণমূলের অবস্থান পাল্টায়নি। এখন দলবদলের জমানায় কজন সুর বদলাচ্ছেন তাই মাপতে চলেছেন ববি হাকিম। আগামী শুক্রবার ৫ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার অহীন্দ্র মঞ্চে এই কাউন্সিলার বৈঠক হতে চলেছে।
Thank You for your important feedback