EPL আপডেটঃ ৯-০ গোলে জিতল ম্যান ইউ, অন্য ম্যাচে হারল আর্সেনাল

মঙ্গলবার ইংলিশ প্রমিয়ার লিগে একপেশে ম্যাচে সাউদ্যাম্পটনকে ৯-০ গোলে উড়িয়ে দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথম থেকেই বলের দখলভাগ ছিল রেড ডেভিলসদের পায়ে। তবে ২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে ধাক্কা খতে হয় সাউদাম্পটনকে। ১৮ মিনিটে অ্যারন ওয়্যান বিসাকার গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মার্কাস র‍্যাসফোর্ড। প্রথমার্ধে ম্যান ইউ ৪-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে রেড ডেভিলসরা আরও ৫টি গোল পেয়েছেন। জোড়া গোল করেন মার্শিয়াল। এছাড়া বাকি গোল গুলি করেছেন ব্রুনো ফার্নান্ডেজ এবং ড্যানিয়েল জেমসরা।এদিনের ম্যাচে দুরন্ত জয়ের পর ৪৪ পয়েন্টে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ওলে গুন্নার সলসোয়ারের দল। ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে রয়েছে সাউদ্যাম্পটন। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল হজম করেছিল মেসির বার্সেলোনা। মঙ্গলবার ইপিএলে সেই রেকর্ডও ভেঙে দিল ওলে গুন্নার সলসোয়ারের দল। যা ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ব্যাবধানে জয় বলেই জানাচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ইপিএলের অপর ম্যাচে আর্সেনালকে ১-২ গোলে হারাল উলভস। ৩২ মিনিটে আর্সেনালের হয়ে ম্যাচের প্রথম গোল করেন নিকোলাস পেপে। প্রথমার্ধের ইনজুরি টাইমে উলভসের হয়ে পেনাল্টি থেকে গোল শোধ করেন রুবেন নেভেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই মৌতিনহোর গোলে ব্যবধান বাড়ায় উলভস। ম্যাচ হেরে ৩১ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে আর্সেনাল। অপরম্যাচে নিউক্যাসেলকে ২-১ গোলে হারাল ক্রিস্টাল প্যালেস।  


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.