EPL আপডেটঃ ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার সিটি, ফের হারল লিভারপুল

বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির জয়যাত্রা অব্যাহত। টানা নয়  ম্যাচে জয় পেয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল ম্যান সিটি। এদিনের ম্যাচে গ্যাব্রিয়েল জেসুস ও রহিম স্টার্লিংয়ের গোলে বার্নলিকে হারাল পেপ গুয়ার্দিওয়ালার দল। ম্যাচ শুরুতে দুরন্ত হেডে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল। ৩৮ মিনিটে গুন্দোয়ানের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ২-০।

মঙ্গলবার ইপিএলের অপর ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারাল ব্রাইটন। ৫৬ মনিটে ব্রাইটনের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন স্টিভেন অ্যালজাটে। ব্রাইটনের কাছে হেরে লিগ শিরোপার লড়াইয়ে ফের একবার ধাক্কা খেল জুর্গেন ক্লপের দল। ব্রাইটনের কাছে ম্যাচ হেরে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। অপরম্যাচে অ্যস্টন ভিলাকে ৩-১ গোলে হারাল ওয়েস্ট হাম ইউনাইটেড।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.