কৃষকদের বাধায় শুটিং করতে পারলেন না ববি দেওলা।
পাঞ্জাবের পাতিয়ালায় তাঁর 'লাভ হস্টেল' ছবির শুটিং করছিলেন ববি। কৃষকদের
কথায়, কৃষি আইন বাতিল নিয়ে দেওল পরিবার মুখ না খোলায় তাঁদের কাজ করতে দেওয়া
হবে না। পাঞ্জাবের মানুষ হওয়া সত্ত্বেও ববির বাবা ধর্মেন্দ্র এবং পরিবার
কৃষকদের পাশে দাঁড়াননি। ববির দাদা সানি বিজেপির সাংসদ। ধর্মেন্দ্র স্ত্রী
হেমা মালিনী মথুরার সাংসদ।
গত শুক্রবার পাতিয়ালার দেবীগড়ের মেহসনে
একটি বাড়িতে চলছিল শুটিং। সেইসময় শ' দেড়েক কৃষকজড়ো হয়ে শুটিং বন্ধ করে
দেন। সেইসময় অবশ্য বিবি সেখানে ছিলেন না। ছবিতে অভিনয় করছেন বিক্রান্ত মাসে
ও সানিয়া মালহোত্রা। এই জেলাতেই এর আগে জাহ্নবী কাপুরে 'গুড লাক জেরি'
ছবির শুটিংও বন্ধ করে দিয়েছিলেন চাষিরা। ২ বার পাতিয়ালায় এবং ১ বার ফতেপুর
সাহিবে এই ফিল্মটির শুটিং বানচাল হয়ে গিয়েছিল।
Thank You for your important feedback