ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জো রুট। ব্যাট করতে নেমে দিনের শেষ তিন উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ২৬৩ রান। ১২টি বাউন্ডারির সাহায্যে দুরন্ত অর্ধশতরান করেছেন ইংরেজ অধিনায়ক জো রুট। একইসঙ্গে শততম টেস্টে ২০ তম শতরান করলেন তিনি। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন অধিনায়ক(১২৮)।
প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরা প্রথম বলেই ররি বার্নসের ক্যাচ মিস করেন ঋষভ পন্থ। ২৩ ওভারে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় ইংল্যান্ড। ৩৩ রান করে অশ্বিনের বলে ও পন্থের হাতে ধরা পড়লেন ইংরেজ ওপেনার। ড্যানিয়েল লরেন্সের উইকেট নিয়েছেন বুমরা। ৭টি বাউন্ডারির সুবাদে অর্ধশতরান পূরণ করেন ইংল্যান্ড ওপেনার সিবলি। দিনের শেষ ওভারে ৮৭ রান করে বুমরার বলে এলবিডবলিউ হয়ে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরলেন সিবলি। দেশের মাটিতে প্রথম টেস্টে বুমরা দুটি উইকেট পেয়েছেন।
Thank You for your important feedback