একাধিক দাবিদাওয়া নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। সেই মিছিল আটকাতে শক্ত হাতে প্রস্তুতি নিয়েছিল প্রশাসন, ছিল জলকামান। হিন্দ সিনেমার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন পার্শ্বশিক্ষকরা। সেইসময় পুলিশ তাঁদের আটকাতেই শুরু হয় ধস্তাধস্তি। ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ করায় বিক্ষোভকারীদের বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন পার্শ্বশিক্ষককেও আটক করছে পুলিশ।
পুলিশেরর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও অভিযোগে অস্বীকার করেছে পুলিশ। পার্শ্ব শিক্ষকের কথায়, ‘আমরা নির্দিষ্ট দাবিতেই এই কর্মসূচি ডেকেছিলাম। আমরা ছেলেমেয়ের মুখে খাবার তুলে দিতে পারি না। মা-বাবার চিকিৎসা করাতে পারি না। অথচ মুখ্যমন্ত্রী আমাদের দাবিদাওয়া নিয়ে কোনও সহানুভূতিই দেখান না। উল্টে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করল’। নবান্ন অভিযানের অনুমতি থাকার পরও পুলিশের বিরুদ্ধে এই মিছিল আটকানোর অভিযোগ তুলেছেন তাঁরা। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি নবান্ন অভিযান করেছিলেন পার্শ্বশিক্ষকরা। সেবারও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কোনও সমস্যার সমাধান হয়নি। তাঁদের আন্দোলনে চলবে বলে তাঁরা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী বাজেটে পার্শ্বশিক্ষদের জন্য যা ঘোষণা করা হয়েছে, তাতে তাঁরা অসন্তুষ্ট।
Thank You for your important feedback