অলিম্পিক্স নিয়ে বড়সড় ঘোষণা করল জাপান সরকার

গত বছর টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য তা প্রায় একবছর পিছিয়ে গিয়েছে। করোনাকে হার মানিয়ে ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হচ্ছে বিশ্বের সব থেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা। তার আগেই স্বস্তির খবর অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রতিযোগীদের কাছে। অলিম্পিক্স চলাকালীন কোনও প্রতিযোগীকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে না এমনই নির্দেশিকা জারি করল জাপান সরকার। শুধু চারদিন অন্তর কোভিড পরীক্ষা করতে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলেই মাঠে নামার অনুমতি পাবেন খেলোয়াড়রা। 

মঙ্গলবার জাপান সরকারের তরফে ৩৩ পাতার একটি নির্দেশনামা প্রকাশ করা হয়েছে। তাতে আসন্ন অলিপিক্সে অংশগ্রহণকারী প্রতিযোগীদের কোয়ারেনটিনে থাকার কোনও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। নির্দেশনামায় আরও বলা হয়েছে যে, অলিম্পিক্সের সঙ্গে জড়িয়ে থাকা কোনও ব্যক্তি বাস, ট্রেনে যাতায়াত করতে পারবেন না। কমিটির তরফ থেকে দেওয়া গাড়ি ব্যবহার করতে হবে তাঁদের।  

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.