পূর্ব লাদাখ সীমান্তে প্যানগং লেকে ভারত ও চিন সেনা সরানোর ব্যাপারে বোঝাপড়ায় পৌছেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংসদে তিনি বলেন, ভারতের ধারাবাহিক আলোচনায় প্যানগং লেকের উত্তর ও দক্ষিণ পারে সেনা সরানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকেও ধাপে ধাপে সুসংহতভাবে দুই দেশেরই সেনা সরানো হবে। সরানো হবে সব কাঠামো। তিনি বলেন, ভারত কোনও কিছুই হারায়নি। নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় রাখতে ভারত বদ্ধপরিকর। দ্বিপাক্ষিক সুসম্পর্কের ওপর ভারত দোর দিয়ে এসেছে।
প্যানগং লেকের পার নিয়ে কথা হলেও চিনা সেনার মোতায়েন নিয়ে কিছু বিষয় এখনও বাকি রয়েছে। তবে দুপক্ষই সিদ্ধান্ত নিয়েছে, ওই এলাকায় সম্পূর্ণ সেনা প্রত্যাহার করা হবে। প্রথমত, দুই পক্ষকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলতে হবে। দ্বিতীয়ত, একতরফাভাবে স্থিতাবস্থা ভাঙতে পারবে না। তৃতীয়ত, সব ধরনের সমঝোতায় দুই পক্ষেরই সহমতি থাকতে হবে। এই তিন নীতির ওপর ভিত্তি করেই সম্পর্ক বজায় রাখা হবে। ফিঙ্গার ৮-এর পূর্বে চিন তাদের সেনা রাখবে। ফিঙ্গার ৩-এ ভারত তাদের স্থায়ী বেস রাখবে।
Thank You for your important feedback