আইপিএলে কি পাঞ্জাবের নতুন নাম, লোগো?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাপক রদবদল করতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ২০২১ সালে আইপিএলে প্রীতি জিন্টার দল নতুনভাবে আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে। শুধু দলের নাম নয়, দলের লোগো পরিবর্তনের পথেও হাঁটতে পারেন তাঁরা।  

গত মরশুমের রাহুলের নেতৃত্বে টানা পাঁচ ম্যাচ জিতলেও প্লে অফে যেতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে আইপিএলের নিলামের আগেই বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দল। তাঁদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, শেলডন কটরেল, কে গৌতম, মুজিব উর রহমান, জিমি নিশাম, হার্ডাস ভিলজয়েন এবং করুণ নায়ার। কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলে জানিয়েছিলেন, ‘গতবারের ২৫ জনের স্কোয়াডের মধ্যে ১৬ জনকে আমরা রেখে দিয়েছি। আমাদের পরিকল্পনা আপাতত আসন্ন নিলামে শূন্যস্থান পূরণ করা’। জানা গিয়েছে, এই মরশুমের নিলামের আগেই কিংস ইলেভেন পাঞ্জাব নিজেদের নতুন নাম এবং লোগো সরকারিভাবে জানাতে পারে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post