হালকা বৃষ্টিতে ফিরল শীত, কাল থেকেই কনকনে ঠান্ডা

পূর্বাভাসমতোই রবিবার ভোররাত থেকে হালকা বৃষ্টি হল কলকাতা ও রাজ্যের অন্য জেলায়। আকাশের মেঘাচ্ছন্ন। বেলার দিকে রোদ উঠলেও তাতে তেমন জোর নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, কারণ, দিনের মাঝামাঝি আবহাওয়ার বদল হবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মধ্যপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে ভেজে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের তা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে ৯৯ শতাংশ জলীয় বাষ্প ছিল।
এবার বঙ্গে শীত খানিকটা কম হলেও গত ১০ বছরের রেকর্ড ভেঙে ঠান্ডা পড়ল ফেব্রুয়ারিতে। আবারও সোমবার থেকেই রাজ্যে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা। তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রিও। বুধবার পর্যন্ত তাপমাত্রা নামলেও বৃহস্পতিবার থেকেই ফের বাড়বে পারদ। তবে তখন থেকেই এবারের মতো শীত বিদায় নেবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post