জোড়াবাগান শিশু নিগ্রহ ও খুনে গ্রেফতার আরও একজন

জোড়াবাগানে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং নৃশংস খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বিহারের বাসিন্দা রণবীর তাঁতি ওরফে রঘুবীর নামে এক মার্বেল মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, জোড়াবাগানে শিশুটির মৃতদেহ উদ্ধারের পর থেকেই ওই বহুতলে মার্বেলের কাজ করা দুজন মিস্ত্রি রহস্যজনকভাবে উধাও ছিল। রঘুবীর তাঁদেরই একজন বলে জানিয়েছে পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ধৃত কেয়ারটেকার রামকুমারের সঙ্গেই ছিলেন এই রঘুবীর। তাঁরা একসঙ্গে বসে মদ্যপানও করেন। এরপর ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায়। পরে শিশুটি সকলকে জানিয়ে দিতে পারে এই আশঙ্কায় শ্বাসরোধ এবং গলা কেটে খুন করে দুজন। রামকুমারকে জেরার পরই এই রঘুবীরের নাম সামনে আসে। এরপরই পুলিশ খোঁজ চালায় মার্বেল মিস্ত্রি রঘুবীরের। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সে। 

অপরদিকে, জোড়াবাগানের ওই বহুতলের কেয়ারটেকারের মোবাইল ঘেঁটে পুলিশ জানতে পারে চাইল্ড পর্নোগ্রাফির নেশা ছিল রামকুমারের। তাঁর মোবাইলে এই জাতীয় নীল ছবির ভিডিও ভর্তি। এছাড়া ওই এলাকায় অনেককেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে যে নাবালিকারা রাতে ওই বাড়ির কাছে খেলত, তাদের ডেকে কথা বলার চেষ্টা করত কেয়ারটেকার রামকুমার। জানা গিয়েছে, ওই বহুতলের একতলায় একাই থাকতেন তিনি। আসল বাড়ি ঝাড়খণ্ডে। জোড়াবাগান নাবালিকা খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হল দুজন। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.