নিজের ছেলেকে খুন করে থানার আত্মসমর্পণ বাবা-মায়ের

পারিবারিক অশান্তির জেরে নিজের ছেলেকেই গলা কেটে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের হাড়িভাঙ্গা পূর্ব অঞ্চলে। ররিবার গভীর রাতে এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে যান কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশকর্মীরা। সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা। পুলিশ আপাতত ৪ জনকে গ্রেফতার করেছে। মৃত ছেলের নাম জয়ন্তকুমার সরকার (৪৫)। তবে ঠিক কী কারণে এই অশান্তি সেটা এখনও জানা যায়নি। 

রবিবার রাতে কোতোয়ালি থানায় হাজির হন বৃদ্ধ দম্পতি তপন ও ছায়ারানি সরকার। তাঁরা কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে দাবি করেন, তাঁরা ছেলেকে খুন করেছেন। এরপরই পুলিশ তাঁদের নিয়ে হাড়িভাঙ্গা পূর্ব অঞ্চলে যান। সেখানেই গলার নলি কাটা অবস্থায় জয়ন্তের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ চারজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন, জয়ন্তের বাবা ও মা এবং কাকা অচিন্ত্য সরকার ও কাকিমা মনিকা সরকার। সোমবার তাঁদের আদালতে হাজির করানো হয়। দেহটি কোচবিহার মহারাজা চিত্রায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.