মৌনী কালিপুজো

বাঙালির সারা বছরের পুজো বলতে কালিমন্দির এবং কালিপুজো, পশ্চিমবঙ্গের এমন কোনও জেলা নেই যেখানে কালিমন্দির নেই। তবে নিয়মমাফিক কার্তিক মাসে কালিপুজো হয়ে থাকে সারা রাজ্য তথা দেশজুড়ে কিন্তু তা সত্ত্বেও সারা বছর অমাবস্যার দিন মন্দিরে কালিপুজো হয়ে থাকে। একেকটি অমাবস্যায় কালিপুজোর  একেকটি নাম আছে যেমন 'পৌষ কালি' মাঘ মাসে 'মৌনি কালি' ইত্যাদি। কার্তিক মাসের পর সারা বাংলায় সবথেকে বেশি এই মাঘি কালি পুজো করে থাকে যাঁর নাম শাস্ত্রমতে মৌনী বা মনের বাসনা পূর্ণ করার কালিপুজো। পুরোহিতরা বলেন, এই কালিপুজোতে নীরবে 'মা'কে ডাকতে হয় এবং কুচিন্তা বা কারও অনিষ্ট করার বাসনা মনে পোষণ করা যাবে না।

এই বছর রাজনৈতিক নেতারা কোমর বেঁধে মৌনী কালির আরাধনাতে নামছেন কিন্তু প্রশ্ন হয়তো নিজের ভালো চাইতেই পারে পাশাপাশি বিরোধীদের ক্ষতি না চাইলে ভোটে জিতবে কী করে? আগামী ২৮ মাঘ বা ২৫ ফেব্রুয়ারি এই কালিপুজো |   


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.