ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত, ছড়াল আতঙ্ক

গোটা উত্তর ভারত ভূকম্পে কেঁপে উঠল। ভারত, পাকিস্তান, তাজিকিস্তান ও আফগানিস্থান, এই চারটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশের উত্তরে জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি সহ আটটি রাজ্যে ভূকম্পন হয়েছে। শ্রীনগরে আতঙ্কে ঘর ছেড়ে কম্বল গায়েই বেরিয়ে পড়েছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। টুইটে তিনি লিখেছেন, ২০০৫ সালের পর থেকে এত বড় ভূকম্প হয়নি। বাড়ির বাইরে বেরোতে হয়েছিল। ফোন নিতেও ভুলে গিয়েছিলাম। মাটি কাঁপছিল। টুইটও করতে পারিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধি তখন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপেশ চক্রবর্তী ও ছাত্রদের সঙ্গে ডিজিটাল বার্তায় বসেছিলেন। তিনি জানিয়েছেন, পুরো ঘরটাই দুলছিল।

রাজধানীতে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এই ভূমিকম্প হয়েছে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন তাঁরা। দিল্লিতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূকম্পের উৎপত্তি রাজস্থানের আলওয়ারে।  আফগানিস্তানে কম্পনের মাত্রা ছিল ৭.৫। সেখান উৎপত্তিস্থল ফৈজাবাদ। তাজিকিস্তানে কম্পনের মাত্রা ছিল ৬.৩। সরকারিভাবে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোথাও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূকম্পন বিভাগ প্রথমে ভুল করে উৎস বলেছিল অমৃতসর। গঙীরতা বলেছিল ১৯ কিলোমিটার। পরে তারা জানায়, উৎপত্তি তাজিকিস্তানে। কম্পনের মাত্রা ৬.৩। পাঞ্জাবের বহু জায়গায় লোকজন ঘরের বাইরে বেরিয়ে আসেন। উত্তরাখণ্ডেও আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। একই ছবি কাশ্মীর থেকে নয়ডা, দিল্লিতেও। চতুর্দিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার-পাখতুনখোয়া, পাঞ্জাবে ভূমিকম্প হয়েছে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post