টানা চারবার সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার জানান, রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই রাখা হচ্ছে। তাঁর কথায়, এখন বৃদ্ধিতে জোর দেওয়ার সময়। বাজেটের পর রিজার্ভ ব্যাঙ্কের ৬ সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাদের পূর্বাভাস, আগামী আর্থিক বছরে জিডিপি বৃদ্ধি হবে ১০.৫ শতাংশ।
গত বছরের মার্চ থেকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ১১৫ বেসিস পয়েন্টেই রেখেছে। রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙকগুলিকে সুদ দেয় সেটাই রেপো রেট। করোনার ধাক্কা বেসামাল অর্থনীতি সামলাতেই এই সিদ্ধান্ত। মে মাসেই শেষ সুদের হার কমিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ১৯ বছরে এটাই সর্বনিম্ন, ৪ শতাংশ। ইতিমধ্যেই ম্যানুফ্যাকচারিং শিল্পে কিছু সদর্থক অগ্রগতি এবং করোনার টিকাকরণ অর্থনীতি নিয়ে নৈরাশ্য কমাতে সাহায্য করেছে। সরকারের অর্থনৈতিক সমীক্ষা আগামী অর্থবর্ষে ১১ শতাংশ বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করেছে। শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রাস্ফীতি সহনযোগ্য সীমায় নেমেছে, ৪ শতাংশ।
Thank You for your important feedback