সিনেমার নাম ‘ডক্টর জি’। আগেই জানা গিয়েছিল চিকিৎসকের ভূমিকায় থাকবেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। এবার প্রকাশ্যে এল তাঁর বিপরীতে থাকবেন কোন অভিনেত্রী? শোনা যাচ্ছে এই প্রথম আয়ুষ্মানের সঙ্গে জুটি বাঁধবেন রকুল প্রীত সিং। সিনেমায় রকুল প্রীত মেডিক্যাল কলেজের ছাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। পরিচালনা করছেন অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ। গত বছরের শেষ সপ্তাহে আয়ুষ্মান খুরানা নিজের ইনস্ট্রাগ্রামে তাঁর পরবর্তী প্রোজেক্ট ডক্টর জি’র চিত্রনাট্য হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন।
সম্প্রতি রকুল প্রীত এক সাক্ষাৎকারে নতুন ছবির বিষয়ে জানিয়েছেন, ‘আমি ডক্টর জি-এর অংশ হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। প্রথমবার আয়ুষ্মানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক অনুভূতি কাশ্যপের প্রতি আমি কৃতজ্ঞ। এটি একটি মেডিক্যাল ড্রামা এবং ক্যাম্পাস কমেডি। আশা করি দর্শকদের ভাল লাগবে’।
Thank You for your important feedback