বিজেপির রথযাত্রা আটকাতে হাইকোর্টে জনস্বার্থের মামলা

রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে ইতিমধ্যেই পাঁচটি রথযাত্রা করার কথা ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। যার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই রথযাত্রার অনুমতি চেয়ে নবান্নেও চিঠি দিয়েছিল বঙ্গ বিজেপি। সেই অনুমতি আসার আগেই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা হল বিজেপির প্রস্তাবিত রথযাত্রা নিয়ে। এই রথযাত্রা হলে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হচ্ছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই মামলাটির শুনানি হতে পারে বলে হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে।
তবে বিজেপির বক্তব্য, অনুমতি না মিললেও যথাসময়ে হবে রথযাত্রা। অপরদিকে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, অনুমতি চেয়ে বিজেপির চিঠির জবাব দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে নবান্ন জানিয়ে দিয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে অনুমতি নিতে। সবমিলিয়ে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ শুরুর আগেই বিতর্কে পড়ল। কিন্তু বঙ্গ বিজেপি হাবেভাবে বুঝিয়ে দিচ্ছে এই কর্মসূচি পালন করতে তাঁরা মরিয়া। উল্লেখ্য, বিজেপির প্রস্তাবিত পাঁচটি রথযাত্রা রাজ্যের ২৯৪টি বিধানসভাই ছুঁয়ে যাওয়ার কথা। বিধানসভা ভোটের আগে বিজেপির দিকে হাওয়া টানতেই এই কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post