আসন্ন ভারত ইংল্যান্ডের বেশির ভাগ ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই এবং পুনেতে। বাজেট অধিবেশনের মধ্যেই টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, তার সাথে ওয়ান ডে এবং টি২০ ম্যাচেও হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় ভারতের জয়কে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। তাঁর শুভেচ্ছায় আপ্লুত অজিঙ্ক রাহানে থেকে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। টুইট করে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রীর ক্রিকেট প্রীতি নিয়ে এর আগে প্রতিক্রিয়া না থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ক্রিকেট ভালোবাসেন এবং তিনি গুজরাত ক্রিকেট কর্তা ছিলেন।
এবারে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা মোদি এবং অমিত শাহের। এই মাঠে কিন্তু দিন রাতের ম্যাচ রয়েছে। যে কোনও একদিন প্রধানমন্ত্রী উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন।
Thank You for your important feedback