কৃষকদের ঠেকাতে সিংঘু সীমান্তে তৈরি হচ্ছে অস্থায়ী দেওয়াল

পুলিশের কড়া নজরদারিতে দিল্লির সিংঘু সীমান্তে অস্থায়ী পাঁচিল তুলে দেওয়া হচ্ছে। হাইওয়েতে লোহার হুক লাগিয়ে সিমেন্টের ব্যারিকেড লাগানো হচ্ছে। কৃষি আইনের প্রতিবাদে কৃষকরা যাতে রাজধানীর দিকে না এগোতে পারেন, সেজন্যই এবার পাকা ব্যবস্থা করা হচ্ছে। দিল্লি হরিয়ানা সীমান্তের আরেকটি দিক ইতিমধ্যেই অস্থায়ী সিমেন্টের ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। জানা গিয়েছে, সিমেন্ট ঢালাই করে দেওয়াল পাকা করা হবে। এর আগে সেখানে একটি ট্রেঞ্চও কাটা হয়েছে। 

প্রজাতন্ত্র দিবসের সংঘর্ষের পরই কাজ চলছে দ্রুতগতিতে। গত ২ মাস ধরেই সিংঘু সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। সম্প্রতি স্থানীয় বলে দাবি করা কিছু লোক সেখানে চড়াও হয়েছিল। সোমবার সীমান্তে দিল্লির দিকে লোক কিছুটা কম থাকলেও হরিয়ানার দিকে রয়েছেন প্রচুর লোকজন। সেখানে চলছে কৃষি আইন বাতিলের দাবিতে বক্তৃতা। আধা সামরিক বাহিনীর জওয়ানের সংখ্যা এদিন কম হলেও পুলিশ রয়েছে প্রচুর সংখ্যায়। কৃষকরা জানাচ্ছেন, এতে তাদের দমানো যাবে না। তাঁদের আন্দোলন আরও শক্তিশালী হবে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.