আগামী ৭ ফেব্রুয়ারি এক ঝটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ওই একই অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকড় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাডা়ও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যুন্দু অধিকারী। এর আগেই তাঁকে ওই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং দিব্যেন্দুও জানিয়েছিলেন, তিনি ওই অনুষ্ঠানে যাবেন। ফলে দলের সঙ্গে দূরত্ব বজায় রাখা তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাইয়ের সঙ্গে একই মঞ্চে থাকার কথা তৃণমূল নেত্রীর। উল্লেখ্য, গত ডিসেম্বরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই সম্পর্ক তলানিতে এসেছে অধিকারী পরিবারের সঙ্গে। এরপর থেকেই তৃণমূলের কোনও অনুষ্ঠানেই দেখা যায়নি দিব্যেন্দুকে।
অপরদিকে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি এসে পৌঁছেছে। মোদি আগামী ৭ ফেব্রুয়ারি রবিবার অসমের তেজপুর থেকে বিকেল ৩টে ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর সরাসরি তিনি হেলিকপ্টারে হলদিয়ায় চলে যাবেন। সেখানে বিকেল চারটে নাগাদ দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সোজা চলে যাবেন সরকারি অনুষ্ঠানে। সেখানে তিনি বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন। এই অনুষ্ঠানেই আমন্ত্রিত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। এই অনুষ্ঠানে তিনি বিপিসিএল-এর একটি এলপিজি ইমপোর্ট টার্মিনাল, গেইলের ধোবি থেকে দুর্গাপুর পর্যন্ত গ্যাসের পাইপলাইন প্রকল্পের উদ্বোধন এবং ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর একটি চার লেনের ওভারব্রিজের শিলান্যাস করবেন। সন্ধে ৬টা ২০ মিনিটে কলকাতা হয়ে ফিরে যাবেন দিল্লিতে।
Thank You for your important feedback