ব্যানার হোর্ডিং তৈরি হল অতিথি শিল্পীর ছবি দিয়ে

একটা সময়ে সিনেমার ব্যানার হোর্ডিং হাউসে রিলিজের আগে শহরের নানান প্রান্তে পড়ে যেত, তা কলকাতা দিল্লি মুম্বই সর্বত্র এবং ব্যানার হোর্ডিঙের বিজ্ঞাপন দেখে সিনেমা হলে ভিড় হত। ৫০ বছর আগে ১৯৭১ সালে রাজেশ খান্না প্রথম সুপার স্টার হলেন, তাঁর সিনেমা মানেই সুপার ডুপার হিট ওই সময়ে। শোলে, সীতা ঔর গীতার প্রযোজক জি পি সিপ্পি এবং তাঁর পুত্র রমেশ সিপ্পি তখন একটি ছবি বানিয়েছিলেন "আন্দাজ"। ছবির নায়ক শাম্মি কাপুর এবং নায়িকা হেমা মালিনী। ওই ছবিতে রমেশ অনুরোধ করেছিলেন, রাজেশকে একটা ছোট চরিত্র করার জন্য। অন্য কেউ অনুরোধ করলে রাজেশ পাত্তা দিতেন কিনা জানা নেই কিন্তু তাঁর সিনেমা জগতে আসার পিছনে সিপ্পিদের অনেক অবদান ছিল। 

রাজেশ রাজি হয়ে গেলেন। হেমার প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য। ভালোই কাজ করেছিলেন রাজেশ। ছবি রিলিজের সময়ে সিপ্পির দেখলেন শাম্মির আর সেই বাজার নেই সুতরাং আন্দাজ-এর ব্যানার এবং হোর্ডিঙে বিশাল করে রাজেশের ছবি লাগানো হল। এবং হোর্ডিংয়ে লেখা হল রাজেশ খান্না অভিনীত আন্দাজ। এই ছবিও সুপার হিট 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.