শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলায় দেবশ্রীর পাশে রত্না

শোভন-বৈশাখী নাটকে নতুন মোড়, তাঁদের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের করা মামলায় সাক্ষী দিতে আলিপুর আদালতে পৌঁছে গেলেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক সভায় বক্তৃতা করতে গিয়ে সেখানকার বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছিলেন বিধায়ক হিসাবে চূড়ান্ত ব্যর্থ দেবশ্রী। 

সেই নিয়ে আলিপুর আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক তথা একটা শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী দেবশ্রী রায়। আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় জানান, ‘দেবশ্রী আমাদের খুব ভালো পারিবারিক বন্ধু। আমার সঙ্গে এবং শোভনের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু দেবশ্রী কোনওদিনই আমাদের সম্পর্কের মধ্যে ঢোকেননি’। যদিও একটি জনসভায় শোভন চট্টোপাধ্যায় দাবি করেছিলেন তাঁর দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে দায়ী ছিলেন দেবশ্রী। এদিন কার্যত দেবশ্রীর হয়েই হাতে ব্যাট তুলে নিয়েছিলেন রত্নাদেবী। তিনি প্রকারন্তরে জানিয়ে দিলেন, বৈশাখী তাঁর এবং শোভনের সম্পর্কের মধ্যে ঢুকেছেন। পাশাপাশি স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, দেবশ্রীর পাশে দাঁড়াতেই এই মামলায় তিনি সাক্ষ্য দিতে এসেছেন। 




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post