স্মরণে ইন্দিরা মুজিবের ব্রিগেড

ঠিক ৫০ বছর আগে আজকের দিনে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করেছিলেন নব্য প্রধানমন্ত্রী মুজিবর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। বাংলাদেশ পাক সেনা মুক্ত হয় ৫০ বছর আগে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত তথা ইন্দিরা গান্ধির মস্ত বড়ো ভূমিকা ছিল। ওদেশের মতো এদেশেরও বহু সেনা প্রাণ দিয়েছিলেন এই মুক্তিযুদ্ধে।

সেদিনের ওই ব্রিগেড সভায় শেখ মুজিবকে ভারত থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি। তখন এ বাংলায় কোনও স্থায়ী সরকার না থাকলেও সমস্ত সভার আয়োজন করেছিল তৎকালীন প্রদেশ কংগ্রেসের প্রিয়-সুব্রত জুটি। মুজিব তাঁর চিরায়ত ভঙ্গিতে ভারতকে তাঁর বক্তব্যে ধন্যবাদ দিয়ে জানান কীভাবে বাংলাদেশের মানুষকে তিনি 'হাতা খন্তা যা হাতের কাছে পাওয়া যাবে তাই নিয়ে পাক সেনার বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছিলেন। আজ ৫০ বছর বাদে রাজ্যের প্রবীণ নাগরিকরা দাবি করেন, ৫০ বছর আগের ওই জনসভার মতো আজ অবধি ভিড় দেখা যায়নি ব্রিগেডে।   

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.