এবার দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাবে ভেন্ডারদের থেকেও

হাওড়া বা শিয়ালদার মতো বড় স্টেশনের বাইরে দেখা যায় লোকাল ট্রেনের টিকিট বিক্রির বেসরকারি কিয়ক্স। রেলমন্ত্রক বিভিন্ন ভেন্ডারদের লোকাল ট্রেনের টিকিট বিক্রির অনুমতি দিয়েছিল আগেই। সামান্য কিছু বাড়তি টাকা খরচ করে অনায়াসে লাইন এড়িয়ে এখান থেকেই টিকিট কেটে ট্রেনে চড়েন অসংখ্য মানুষ। বর্তমান ব্যস্ততার জীবনে এই ব্যবস্থা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। 

এবার দূরপাল্লার ট্রেনের যাত্রীদেরও এই সুবিধা দিতে চলেছে পূর্ব রেল। আপাতত তিনটি সংস্থাকে দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের কর্তারা। এই ভেন্ডারদের থেকে নির্ঝঞ্ঝাটে কাটা যাবে দূরপাল্লার ট্রেনেট টিকিট। অবশ্য এর জন্য গুনতে হবে বাড়তি কড়ি। সময় করে টিকিটের লাইনে দাঁড়ানোর মতো লোকবল বা সামর্থ্য নেই, আবার অনলাইনে টিকিট কাটার মতো জ্ঞান কম। কোনও চিন্তা নেই, রেলের অনুমোদিত ভেন্ডারদের থেকেই পেয়ে যাবেন গন্তব্যে স্টেশনের টিকিট। সাধারণ স্লিপার শ্রেণীর টিকিট গুনতে হবে বাড়তি ২০ টাকা। আর প্রথমশ্রেণী, এসি ৩ টায়ার, ২ টায়ার বা এসি চেয়ার কারের জন্য বাড়তি ৩০ টাকা দিতে হবে টিকিট পিছু। অনুমোদন পাওয়া এক সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, বড় গ্রুপ বা ট্রাভেল কোম্পানি বা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য একসঙ্গে অনেকেই টিকিট কাটেন। তাঁদের এক কোচে জায়গা করে দেওয়ার চেষ্টা করা হবে। এতে সবার সুবিধা হবে। অপরদিকে রেল কর্তাদের দাবি, এই ভেন্ডারদের  দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রির হার সন্তোষজনক হলে ভবিষ্যতে আরও ভেন্ডার নিয়োগ করা হবে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post