সূর্যের কাছ থেকে কেমন দেখতে আমাদের পৃথিবী?

সূর্যের কাছাকাছি এলাকা থেকে আমাদের বসুন্ধরাকে কেমন দেখতে লাগবে? এই প্রশ্ন কি কখনও আপনার মনে এসেছে? আসলে এই ব্যাপারটা এতদিন কল্পনারও অতীত ছিল। কিন্তু বর্তমানে এটা বাস্তাবে রুপান্তরিত হয়েছে। কারণ সূর্যের একেবারে কাছাকাছি এলাকা থেকে আমাদের সৌরজগতের কয়েকটি ছবি প্রকাশ করেছে নাসা। ছবিগুলি নাসার তরফে গত ১৮ নভেম্বর তোলা হয়েছে বলেই জানানো হয়েছে। উল্লেখ্য, নাসা (NASA) এবং ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA) তিনটি মিশন চালাচ্ছে সূর্যকে ঘিরে। এই মহাকাশযানগুলি তোলা ছবি ও ভিডিও বিশ্লেষণ করেই ছবিগুলি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নাসা। সূর্যকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবী সহ গোটা সৌরমণ্ডলের কয়েকটি ছবি তুলেছিল নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’। এছাড়া নাসা ও এসার যৌথভাবে পাঠানো মহাকাশযান ‘সোলার অরবিটার হেলিওস্ফেসিক ইমেজার’ কিছু ছবি ও ভিডিও পাঠিয়েছে। আবার নাসার ‘সোলার অ্যান্ড টেরেস্ট্রিয়াল রিলেশন্স অবজারভেটরি’ কিছু ছবি পাঠিয়েছে। 

পৃথিবীতে পাঠানো ছবিগুলির মধ্যে সবচেয়ে উজ্জ্বল দেখাচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধকেই। এর পাশেই রয়েছে পৃথিবী ও একেবারে ডানদিকে মঙ্গল। পিছনে রাশি রাশি তারার ঝাঁক। এরমধ্যেই মহাকাশ বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন বৃহস্পতি, শুক্র ও শনি গ্রহকে। তবে সূর্যের কাছাকাছি এলাকা থেকে সৌরমণ্ডলের গ্রহগুলিতে ছোট্ট একেকটি বিন্দুই মনে হচ্ছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post