শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা দেবশ্রী রায়ের

এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় জুটির বিরুদ্ধে সরাসরি মানহানির মামলা দায়ের করলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। শনিবারই তিনি আলিপুর আদালতে মামলাটি দায়ের করেছেন। সম্প্রতি রায়দিঘিতেই এক রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় রায়দিঘির তৃণমূল বিধায়ককে তীব্র আক্রমণ করেন। বিধায়ক হিসেবে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্নও তোলেন। এদিন মামলা দায়ের করে দেবশ্রী বলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বলেছেন, যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে।

তাঁর আরও দাবি, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে, মানুষের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট করে দিতে চাইছেন তাঁরা (শোভন-বৈশাখী)। এরপরই তাঁর তোপ, ‘আমার ইতিহাস তাঁদের হয়তো জানা নেই! মনে হয় ভয় পেয়েছেন’। উল্লেখ্য, সেদিন রায়দিঘির সভায় শোভনবাবু অভিযোগ করেন, টোটো কেলেঙ্কারিতে জড়িত একজনের সঙ্গে তিনি ইচ্ছা করেই দূরত্ব রেখে চলেন। এমনকি প্রাক্তন জেলা সভাপতি (তৃণমূলের) হিসেবে রায়দিঘি থেকে দেবশ্রীকে জেতানোর জন্য এখানকার বাসিন্দাদের কাছে ক্ষমাও চেয়ে নেন শোভন চট্টোপাধ্যায়। অপরদিকে, বিধায়ক হিসেবে দেবশ্রী রায় কতটা ব্যর্থ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে তাঁদের বিরুদ্ধে সরাসরি মানহানির মামলাই ঠুকে দিলেন দেবশ্রী রায়। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতেই এর জবাব দেব। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post