শনিবার দুপুর ১২টা থেকে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে যায় কৃষকদের চাক্কা জ্যাম। দিল্লিতে শহিদি পার্কে বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের নাসিকে কৃষকরা পথ অবরোধ করেন। পাঞ্জাবের অমৃতসর, মোহালিতে হয়েছে পথ অবরোধ। রাজস্থান-হরিয়ানা সীমান্তে শাহজাহানপুরেও রাস্তা আটকে বসে পড়েন চাষিরা। বন্ধ হয়েছে পালিওয়াল সড়কও। পঞ্জাবের সাংরুর-ভাতিন্দা, সাংরুর-লুধিয়ানা সড়ক আটকে দেওয়া হয়েছে। অবরোধ হয় চণ্ডীগড়েও। হরিয়ানায় কুরুক্ষেত্র, কারনাল ও পানিপথে অবরুদ্ধ ৪৪ নম্বর জাতীয় সড়ক।
উত্তরপ্রদেশে নিয়োগ করা হয়েছে ১৪৪ কোম্পানি রাজ্য পুলিশ, ৬ কোম্পানি আধা সামরিকবাহিনীর জওয়ানকে। দিল্লিতে এই কর্মসূচি আটকাতে নিয়োগ করা হয়েছে ৫০ হাজার পুলিশকর্মী। ৯টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে। বেঙ্গালুরুর ইয়েলাহঙ্কায় পথ আটকাতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিক্ষোভকারীরা। কৃষক সংগঠনগুলি জম্মু-পাঠানকোট সড়ক অবরোধ করেন। অবরোধ হয় হায়দরাবাদেও।
Thank You for your important feedback