বড় রদবদল, বদলি কলকাতার পুলিশ কমিশনার এবং এডিজি আইনশৃঙ্খলা

ভোটের মুখে কলকাতা এবং রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। বদলি করা হল রাজ্য পুলিশের এডিজি আইনশঙ্খলা জ্ঞানবন্ত সিংকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল জাভেদ শামিমকে। অপরদিকে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকেও বদলি করা হল সিআইডি-তে। তাঁকে সিআইডির এডিজি পদে পাঠানো হয়েছে। কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হল সোমেন মিত্রকে। সূত্রের খবর, বদল করা হবে ব্যারাকপুর, হাওড়া ও বিধাননগরের পুলিশ কমিশনারদেরও।

উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সরানো হয়েছিল। বীরভূম, পুরুলিয়ার সুপারদের সরিয়ে দেয় নবান্ন। চন্দননগরের পুলিশ কমিশনার পদেও রদবদল হয়। হুমায়ুন কবীর ইস্তফা দেওয়ায় তাঁর জায়গায় পাঠানো হয় গৌরব শর্মাকে। উল্লেখ্য, এর আগে লোকসভা ভোটের আগে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় কমিশন বসিয়েছিল এই সোমেন মিত্রকেই। যদিও ভোট শেষ হতেই ফের রাজীব কুমারকে নিজের পদে ফিরিয়ে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আগেই সোমেন মিত্রকে কলকাতার পুলিশ কমিশনার করায় বাংলার রাজনৈতিক মহল বিস্মিত। 

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post